২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ২:৪৫
মুন্সিগঞ্জে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মো. সুজন মিয়া (৩৬) নামের এক মাদক কারবারি নিহত হয়েছে। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এবং ১১ মাদক মামলার আসামি।

এই ঘটনায় মহসিন নামে এক র‍্যাব সদস্য আহত হয়েছেন। সোমবার বিদাগত মধ্যরাতে সদর উপজেলার রামশিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন সদর উপজেলার গোবিন্দনগর বাশতলা রিকাবীবাজার এলাকার মো, মোশারফ হোসেনের ছেলে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১১, ক্রাইম প্রিভেনশন কম্পানি ১ এর কম্পানি কমান্ডার পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, রামশিং এলাকায় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক মামলার আসামি সুজন ও তার সঙ্গীরা গুলি ছোড়ে। এরপর উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শেষে সুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় র‍্যাবে কর্মরত পুলিশ কনস্টেবল মহসিন গুরুতর আহত হয়।

তিনি আরো জানান, এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ১০৫০ পিস ইয়াবা, দেড় হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

নিহতের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে বলেও জানান এসপি এনায়েত।

error: দুঃখিত!