মুন্সিগঞ্জ ৩১ অক্টোবর, ২০১৯, মোঃ রুবেল ইসলাম তাহমিদ (আমার বিক্রমপুর)
পাইপগান, হাসুরা, চাপাটি, ডেগার ও দুই রাউন্ড গুলিসহ ডাকাত দলের চারজন ডাকাত কে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম।
বুধবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১২ টার সময় অভিযান চালিয়ে ডাকাত দলের এ সদস্যদের গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জের শ্রীনগর থানাধীন বেলতলী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানের দক্ষিণ রাঙ্গামালিয়ার মোহাম্মদ শিকদারের ছেলে মোঃ রকিব শিকদার রকি (৩০), কুসুরপুর বউবাজারের দেলোয়ার হাওলাদারের ছেলে মোঃ রনি হাওলাদার (৩০), একই গ্রামের কোরবান শেখের ছেলে বাবু শেখ (২১), শ্রীনগর থানার ব্রাহ্মন খোলার আলাউদ্দিন হাওলাদারের ছেলে জনি হাওলাদার (২৫)। পরে তাদের কাছ থেকে সক্রিয় দেশীয় তৈরি পাইপ গান, ০২ রাউন্ড গুলি, হাসুয়া, চাপাটি ও ডেগার উদ্ধার করা হয়।