মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের দরগাবাড়ি এলাকা থেকে ‘র্যাবের সোর্স’ পরিচয় দেয়া এক ব্যক্তিকে ইয়াবা সহ আটক করেছে র্যাব। সে নিজেই এলাকায় নিজেকে ‘র্যাবের সোর্স’ পরিচয় দিতো।
সোমবার (৩১ আগস্ট) সদর উপজেলার দরগাবাড়ী সৈয়দ বাবা আদম (রঃ) এর মাজারের সামনে থেকে ১০০ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়।
ধূর্ত ঐ মাদক ব্যবসায়ীর নাম সোহাগ (২৩), তার পিতার নাম ফালু মাদবর।
র্যাব ১১ (সিপিসি-১) মুন্সিগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, ‘র্যাবের সোর্স’ পরিচয়দানকারী আটক মাদক কারবারি সোহাগের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।