মুন্সিগঞ্জ, ১১ অক্টোবর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে র্যাবের অভিযানে মোঃ জাকির হোসেন (৩১) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১।
রোববার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপজেলার সিরাজদিখান বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী জাকির উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের মোঃ মকবুল শেখের ছেলে। এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
র্যাব এক বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী জেলা পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে সঙ্গীয় র্যাব সদস্যসহ গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান বাজারস্থ মাছ বাজারের পশ্চিম সাইডের রাস্তার উপর থেকে জাকিরকে ২০০ পিস ইয়াবা ও ব্যবহীত ১টি মোবাইলসহ গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী জাকিরের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।