১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১০:২৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে রামদা সহ চাঁদাবাজ গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ ডিসেম্বর, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পুর্ব ব্রজেহাটি গ্রাম থেকে নুরুল ইসলাম ওরফে জহিরুল নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ। সে পুর্ব ব্রজের হাটি গ্রামের চান মিয়ার পুত্র।

গতকাল শনিবার (৪ ডিসেম্বর) রাত ৯ টার দিকে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ । এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার বাসাইল ইউনিয়ের ভুই গ্রামের বেদে পল্লিতে নুরুল ইসলাম ওরফে জহিরুল তার লোকবল নিয়ে ২৫ হাজার টাকা চাঁদা দাবী করে। বেদেরা চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মেরে ফেলার হুমকি দেয়।

এ ঘটনায় বেদে সর্দার ইসলাম মিয়া শনিবার রাতে বাদি হয়ে সিরাজদিখান থানায় নুরুল ইসলাম ওরফে জহিরুল, পুর্ব ব্রজেরহাটি গ্রামের খায়ের চানের পুত্র মিন্টু মিয়া (৪০), রতন মৃধার পুত্র সাগর মৃধা (৩০), মনু হাওলাদারের পুত্র আলমগীর হাওলাদার (৪০) সহ ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। রাতেই চাঁদাবাজি মামলার প্রধান আসামী জহিরুলকে গ্রেপ্তার করে সিরাজদিখান থানা পুলিশ।

ভুই গ্রামের বেদে সর্দার ইসলাম মিয়া জানান, ‘দীর্ঘদিন যাবৎ জহিরুল এবং তার লোকবল নিয়ে আমাদের বেদে পল্লীতে এসে গলায় অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবী করে আসছে এবং আমাদের মেয়েদেরকে জোর করে খারাপ কাজ করতে চায়। শেষ পর্যন্ত কোন উপায় না পেয়ে মামলা করেছি।’

সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহানউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একজনকে ৩৫ ইঞ্চি ধারালো রামদা সহ আটক করেছি বাকী ৩ জন পলাতক রয়েছে। আশা করছি ওই তিনজনকে খুব দ্রুত গ্রেপ্তার করতে পারব।’

error: দুঃখিত!