মুন্সিগঞ্জের গজারিয়ায় বিয়েতে যৌতুক দাবী করায় বর যাত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বরসহ বরযাত্রীর ১০জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে গজারিয়া উপজেলার ভবেরচর লক্ষীপুর গ্রামে।
এলাকাবাসি ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে লক্ষীপুর দক্ষিন পাড়া গ্রামের মো: আবু বকর সিদ্দিকের মেয়ে মোসা: হুমাইয়ারা আক্তারের সাথে একই গ্রামের (উত্তর পাড়া) মহল্লার মৃত. বারেক মিয়ার ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত মো: রাসেল মিয়ার সাথে বিবাহের দিন ধার্য ছিলো। এসময় বরযাত্রীর সকলে খাওয়া দাওয়া শেষে বিয়ে পড়ানোর সময় বর পক্ষের লোকজন যৌতুক হিসেবে পাঁচ ভরি স্বর্ন ও এগারো প্রকার আসবাবপত্র ও ৫লাখ টাকা দাবী করলে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে কনের বাবা বরের দাবীকৃত যৌতুক দিতে অস্বীকৃতি জানালে বর ও বরের বোন বিয়ে হবেনা বলে জানায়। এসময় বরযাত্রীর সবাই চলে যাওয়ার সময় কনে পক্ষ বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষে ১০জন আহত হয়।
পরে থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে কনের বাবা বাদী হয়ে ৩জনকে আসামী করে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, একটি অভিযোগ পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।