মুন্সিগঞ্জ, ১৭ সেপ্টেম্বর, ২০১৯, বিশেষ প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সুমন (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার দানিয়াপাড়া ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত সুমন উপজেলার দানিয়াপাড়া গ্রামের মৃত সামসু মিয়ার ছেলে।
মৃত সুমনের মা নাগিনা বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আমার ছেলে (সুমন) গত ২ থেকে ৩ দিন আগে আমাকে বলে ‘মা আমার শাশুড়ি আমার ঘুমের সময় অন্ডকোষ ও লজ্জাস্থান চেপে ধরে মেরে ফেলতে চেয়েছিল।’
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, আত্মহত্যা না হত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।