মুন্সিগঞ্জ ২২ অক্টোবর, ২০১৯, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে সাব্বির নামের এক যুবককে পানিতে চুবিয়ে এবং কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে সদর হাসপাতালের ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
জানা গেছে, টংগিবাড়ী উপজেলার টংগিবাড়ী গ্রামের জয়নাল সেখের ছেলে মাদকাসক্ত বাবুর ফুফাতো ভাই আসিফ এর সাথে সাব্বিরের পূর্ব শত্রুতা চলে আসছিলো। সোমবার দুপুরে শত্রুতার জের ধরে সাব্বির এর রংমেহার চায়ের দোকানে এসে আসিফ ও বাবু আহত সাব্বিরের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে পাশের খালে নিয়ে চুবিয়ে এবং ছুড়ি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহত সাব্বির উপজেলার রংমেহার গ্রামে তার নানা বাড়িতে থেকে রংমেহার ক্লাবের সামনে চায়ের দোকানের ব্যাবসা করে আসছিলো।
এ ব্যাপারে টংগিবাড়ী থানা ওসি তদন্ত গোলাম রসুল জানান, ভিকটিমকে আমাদের কাছে নিয়ে আসলে আমরা তাকে আগে চিকিৎসা করতে বলি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগের প্রেক্ষিত ব্যাবস্থা নেওয়া হবে।