১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:৩৭
মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় বাসচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলে থাকা দুই বন্ধু। এসময় গুরুতর আহত হন আরও একজন।

আজ সোমবার রাত ৮টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকার সেলিম মৃধার ছেলে নাইম মৃধা (২৫) ও মধ্য বাউশিয়া গ্রামের আব্দুস সাত্তার প্রধানের ছেলে সজিব প্রধান (২৩)। আহত মোটরসাইকেল আরোহী হামজা (২২) একই এলাকার হাসান জাহাঙ্গীরের ছেলে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশাপাশি দুইটি মোটরসাইকেল নিয়ে মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন নিহতরা। বাউশিয়া এলাকায় কুমিল্লামুখী লেন থেকে ইউটার্ন নিয়ে ঢাকামুখী লেনে আসলে অজ্ঞাত বাস পেছন থেকে নিহত সজিবের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সে আকস্মিকভাবে মহাসড়কে ছিটকে পড়লে পেছনে থাকা নাইমের মোটরসাইকেলটি সজিবের মোটরসাইকেলের উপর পরে।

এসময় পেছন থেকে দ্রুতগতির আরেকটি বাস দুই মোটরসাইকেলের উপর দিয়ে পিষে চলে যায়।

চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় রেফার্ড করেন।

ঢাকায় নেয়ার পথে মৃত্যুবরণ করেন ২ মোটরসাইকেল চালক নাইম ও সজিব।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, ‘কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে।’

error: দুঃখিত!