১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৬:০৬
মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. জামাল শেখ (৪০) নামে এক ব্যবসায়ীর প্রাণ গেছে। এসময় মোটরসাইকেল চালক রায়হান (১৭) আহত হন।

শনিবার দুপুর দেড়টার দিকে এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

নিহত জামাল শেখ উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের দামলা গ্রামের মৃত শেখ আলাউদ্দিনের পুত্র।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। এসময় আরোহী জামাল শেখ ঘটনাস্থলেই নিহত হন।

নিহত জামাল উপজেলার বালাশুরে বিক্রমপুর শপিং কমপ্লেক্সের রেডিমেট পোষাক বিক্রি করতেন। তিনি দুই সন্তানের জনক।

নিহতের মরদেহ সড়ক থেকে স্বজনরা বাড়ি নিয়ে গেছেন বলে জানান শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।

হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী বলেন, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
error: দুঃখিত!