মুন্সিগঞ্জ, ১৮ মার্চ, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কে বালুবাহী ট্রাকের সাথে মটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে মহাসড়কের হাসাড়া এলাকায় এ দূঘর্টনা ঘটে।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক তুহিন শিকাদার (৪০) ও আরোহী বাদশা হোসেন মিঠু (৫৭) নিহত হয়। নিহত দুজন সম্পর্কে শ্যালক ও দুলাভাই।
শ্যালক তুহিন শ্রীনগর এলাকা মালেক শিকাদারের পুত্র। বোনজামাই বাদশা হোসেন রাজাধানী ঢাকার শ্যামপুর এলাকার মৃত মীর হোসেনের পুত্র।
ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ বাসেদ জানান, রাজধানীর শ্যামপুর থেকে শ্যালক তুহিন মোটরসাইকেল চালিয়ে তাদের বাড়ি শ্রীনগরে নিয়ে যাচ্ছিলো দুলাভাই বাদশাকে। দ্রুতগামী মোটারসাইকেলটি হাসাড়া এলাকায় পৌছালে পাশের রাস্তা থেকে মোড় ঘুরতে থাকা ট্রাকের সাথে সংঘর্ষ লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে।