মুন্সিগঞ্জ, ১২ ডিসেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ২ নং ওয়ার্ড হতে ইউপি সদস্য পদে তালা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান খান লিটন (৫০) ইন্তেকাল করেছেন।
গতকাল শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
আগামী ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ওই ওয়ার্ড হতে তালা প্রতীকের প্রার্থী ছিলেন। ওই ওয়ার্ড হতে এবার ইউপি সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে তার মৃত্যুতে আর দুইজন প্রার্থী রইল।
তাকে আজ রোববার (১২ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে কুচিয়ামোড়া কবরস্থান মাঠে জানাজা শেষে কুচিয়ামোড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
তিনি বর্তমানেও কেয়াইন ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
কেয়াইন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী আশ্রাফ আলী শেখ আসাদুজ্জামান খান লিটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ,লিটন গত এক সপ্তাহ যাবৎ অসুস্থ ছিল। শনিবার সন্ধ্যায় পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা আজগর আলী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।