মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি, ২০২০, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)
মুজিব বর্ষ উপলক্ষ্যে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আব্দুল্লাপুর সেলফলেস অর্গানাইজেশন এর আয়োজনে ও মুন্সিগঞ্জ রক্তদান সংস্থার সহযোগিতায় দিনব্যাপি আব্দুল্লাপুর বাজার সংলগ্ন গিরিধারী মন্দির মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি কর্মসূচিতে স্থানীয় সাড়ে ৪শতাধিক জনসাধারণের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্মসূচির পৃষ্ঠপোষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন নয়ন বেপারী।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ রক্তদান সংস্থার সভাপতি রায়হান রাব্বি , সাধরাণ সম্পাদক ইব্রাহিম ওয়ালিদ, আব্দুল্লাপুর সেলফলেস অর্গানাইজেশনের সভাপতি রিফাত ইসলাম, শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মারুফ বেপারী প্রমুখ।