২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ২:২৯
মুন্সিগঞ্জে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ।

আজ রোববার দুপুরে জেলা পুলিশের পক্ষ হতে জেলা পুলিশ লাইনসে শহীদ কনস্টেবল বোরহানউদ্দিন খান মিলনায়তনে ২৯জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের এই সংবর্ধনা দেয়া হয়। এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বক্তব্যকালে তিনি বলেন, ‘১৯৭১ সালে প্রথম আক্রমণ হয় পুলিশের উপরে। পুলিশই পাকিস্থানীদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলো। ১১ জেলায় একসাথে পুলিশ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। এরপর তারা নিজ নিজ জেলায় ফিরে গিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলো। মুক্তিযোদ্ধাদের ট্রেণিং দিয়েছিলো। মুক্তিযোদ্ধাদের তৈরি করে দিয়ে তারা পুনরায় লড়াই শুরু করেছিলো।’

মাহবুব উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায়, যারা মানুষকে আগুন দিয়ে পুড়িয়েছে, যারা পথে-ঘাটে মানুষকে মেরেছে। ৩০জন পুলিশ সদস্যকে পথে-ঘাটে হত্যা করেছে। সেই সন্ত্রাসী দল- সন্ত্রাসে যারা বিশ্বাস করে তাদের এই দেশে আর কখনো ক্ষমতায় আসতে দেয়া হবে না।’

তিনি বলেন, ‘পুলিশের গর্ব ততদিন পর্যন্ত বেঁচে থাকবে যতদিন পর্যন্ত লাল রক্তে অঙ্কিত রাজারবাগ পুলিশ লাইন চত্বর আমাদের সামনে জীবিত থাকবে।’

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন। সিভিল সার্জন ডা. মো. মঞ্জুরুল আলম, পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!