মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার রাতে বিজয় উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ।
বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন। সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক শামীমা আক্তারের সভাপতিত্বে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মহাসচিব এমদাদ হোসেন মতিন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির উপ-সচিব (পরিচালক প্রশাসন) কে. এম তরিকুল ইসলাম রতন, সিরাজদিখান উজেলা পরিষদ চেযারম্যান মহিউদ্দিন আহমেদ প্রমুখ।
এছাড়া রাত ৯ টায় আতশ বাজির পর শুরু হয় গান, নাচ ও মঞ্চ নাটক। তার আগে বিকেল ৫টায় বর্ণাঢ্য বিজয় র্যালী বের হয়।