মুন্সিগঞ্জ, ১ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সদর উপজেলায় তামিমা (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১ মার্চ) দুপুর ১টার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা মাদবর বাড়ির একটি বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তামিমা সদর উপজেলার কাগজিপাড়া গ্রামের মৃত চান মিয়ার ও স্থানীয় একটি মাদ্রাসা ছাত্রী।
পরিবার সূত্রে জানাযায়, তামিমার মা প্রবাসী। দীর্ঘদিন যাবৎ তামিমা নানির সাথে ডিঙ্গাভাঙ্গা এলাকার ভাড়া বাসায় বসবাস করে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।
সদর থানার উপ পরিদর্শক মোঃ বিল্লাল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত খতিয়ে দেখা হবে।