২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১১:৪৪
মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্র ও দুস্থদের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ জানুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্র ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা রেডক্রিসেন্ট সোসাইটি।

সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি মুন্সিগঞ্জ জেলা ইউনিটের আয়োজনে সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গনে ৩ শতাধিক শীতার্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মুন্সিগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।

জেলা রেডক্রিসেন্টের সেক্রেটারি শাহজাহান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা রেডক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান মতিউল ইসলাম হিরু, ইউনিট লেভেল অফিসার এস এম জাহিদুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা রেডক্রিসেন্টের সদস্য অ্যাডভোকেট সোহানা তাহমিনা, কাউন্সিলর নার্গিস আক্তার, জেলা রেডক্রিসেন্ট এর যুবপ্রধান সাইদুর হাসান শাওন প্রমুখ।

error: দুঃখিত!