মুন্সিগঞ্জ, ২৩ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে জিহাদ শিকদার (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২২ আগস্ট) সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ ছাত্রের পিতা মো. জনি।
ডায়েরি সূত্রে জানা যায়, নিখোঁজ জিহাদ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চাম্পাতলা মারকাযুল হক মাদ্রাসায় লেখাপড়া করে। গত ২০ আগস্ট বিকাল ৩টার দিকে জিহাদ তার নিজ বাসা মুন্সিগঞ্জ শহরের মধ্য কোর্টগাঁও এলাকা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
মুন্সিগঞ্জ সদর থানার ডিউটি অফিসার হাবিবুর রহমান সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেন।