মুন্সিগঞ্জ, ৪ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ফেনসিডিল ও ইয়াবাসহ ৬ জন ও মাদক মামলার এক পলাতক আসামিসহ ৭ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ৬ জনের কাছ থেকে ১৫০০ পিছ ইয়াবা ও ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিবির দাবি, আটককৃতরা আন্ত:জেলা মাদক চক্রের সদস্য।
আটককৃতরা হলেন, মাদক মামলার পলাতক আসামি শাহানুর আক্তার (৩০), ইয়াকুব (৩৩), নিজাম শেখ ওরফে শিশির (৪০), উজাইফা দেওয়ান ওরফে শুভ (২৭), তানজিল আহম্মেদ শিবলু (৩৫), আরিফ হোসেন (৪০), মো. রাসেল (৪৫)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি আবুল কালাম আজাদ জানান, গতকাল সোমবার রাত ৯টা’র দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে মাদক মামলার পলাতক আসামি শাহানুর আক্তার (৩০) কে আটক করা হয়।
তার দেয়া তথ্য অনুযায়ী মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের পেট্টোলপাম্প এলাকা থেকে রাত ১০ টা’র দিকে ইয়াকুব (৩৩) ও নিজাম শেখ ওরফে শিশির (৪০) কে ১৫০০ পিছ ইয়াবাসহ আটক করা হয়।
পরে রাত ১১টা ৪০ মিনিটের দিকে পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই এলাকা থেকে উজাইফা দেওয়ান ওরফে শুভ (২৭) এর কাছ থেকে ৫২ বোতল ফেনসিডিল, তানজিল আহম্মেদ শিবলু (৩৫) এর কাছ থেকে ৮ বোতল ফেনসিডিল, আরিফ হোসেন (৪০) এর কাছ থেকে ২ বোতল ফেনসিডিল এবং মো. রাসেল (৪৫) এর কাছ থেকে ৪ বোতল ফেনসিডিল সর্বমোট ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ডিবির ওসি আবুল কালাম আজাদ আরও জানান, আটক তানজিল আহম্মেদ শিবলু (৩৫) এর বিরুদ্ধে ১১টি, নিজাম শেখ ওরফে শিশির (৪০) এর বিরুদ্ধে ৫টি, ইয়াকুব (৩৩) এর বিরুদ্ধে ৩টি, উজাইফা দেওয়ান ওরফে শুভ (২৭) এর বিরুদ্ধে ২টি ও শাহানুর আক্তার (৩০) এর বিরুদ্ধে ১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি জানান, আটক ৬ জনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে পলাতক এক আসামি সহ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।