৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সোমবার | ভোর ৫:০৫
মুন্সিগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ মোঃ শফিউল্লাহ (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক কারবারি সদরের নোয়াদ্দা গ্রামের মৃত কালাচান খান এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব জানান, করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেও কিছু অসাধু মাদক কারবারি মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে।

নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার অভিযানের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার সকালে মুন্সিগঞ্জ সদরের নোয়াদ্ধা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামী শফিউল্লাহ (৩৮) এর নিজ বাড়ি থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করা হয়।

আসামির বিরুদ্ধে এর আগের মাদক মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

error: দুঃখিত!