১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৮:২৩
মুন্সিগঞ্জে মাছ বাজার থেকে ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে আটক করলো র‌্যাব
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ সেপ্টেম্বর, ২০১৯, রুবেল ইসলাম তাহমিদ, (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর থানার মাছ বাজারে অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি টিম।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার সময় গ্রেফতার অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান জানান, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীনগর থানাধীন শ্রীনগর মাছ বাজারের পাশে মোঃ সাগর হোসেন, পিতা- শেখ জাফর উদ্দিন এর কাঁচা মালের আড়ৎ এর সামনে ফাঁকা জায়গা থেকে মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী হলো মো: সাগর হোসেন (২৫) শ্রীনগর থানার পাটাভোগের শেখবাড়ির শেখ জাফর উদ্দিনের ছেলে সে।  এ সময় তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা, নগদ ৪১০ টাকা ও একটি মোবাইল সেট জব্দ করা হয়।

মাদক ব্যবসায়ী সাগর দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়রা জানিয়েছে বলে র‌্যাবের দাবি।

মাদক ব্যবসায়ী সাগরের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

error: দুঃখিত!