২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:৩৪
মুন্সিগঞ্জে মহিলা মাদক কারবারির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সদরে এক মহিলা মাদক কারবারি ও তার পরিবারের উৎখাতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের জনগণ।

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করে এলাকাবাসী।

এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মতিউর রহমান স্বপন, মুন্সিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ হোসনে আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা সাহাবলি তালুকদার, মোঃ সিরাজউদ্দিন তালুকদার, মুন্সিগঞ্জ ল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আলী মর্তুজা, ৬নং ওয়ার্ড মাদক নির্মূল কমিটির সভাপতি মোঃ শাহজাহান গাজী, ৬নং ওয়ার্ড সদস্য মোঃ মেজবাউদ্দিন, মুক্তিযোদ্ধা মোঃ আবু বকর সিদ্দিক (বাবু), মোঃ গিয়াস উদ্দিন তালুকদার, মোঃ নাসির উদ্দিন তালুকদার, ডাঃ মিলন ও মাহাবুবুর রহমান সবুজসহ ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের  জনগণ।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর থেকে মাদক সম্রাজ্ঞী শান্তি পরিবারের বিরুদ্ধে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের নারী-পুরুষ ও যুবকরা এলাকায় লাগাতার বিক্ষোভ, মহড়া ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে।

সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসক মহোদয় সমীপে স্মারক লিপি পেশ করে।

এ ব্যাপারে জেলা প্রশাসক সায়লা ফারজানা বলেন, মানববন্ধন ও স্মারক লিপির বিষয়টি আমি অবগত। এ ব্যাপারে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

error: দুঃখিত!