১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ২:৪৫
মুন্সিগঞ্জে মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেছে ব্যবসায়ীর
খবরটি শেয়ার করুন:
39

মুন্সিগঞ্জ, ৯ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের মেঘনা সেতুর ঢালে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন আরাফাত আভাস (৩২) নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ধামগড় ইউনিয়নের আমৈর বটতলা গ্রামের হারুন অর রশিদের ছেলে। তিনি ওয়াইফাই এবং মুরগির খামারের ব্যবসা করতেন। এছাড়া তার সাত মাসের একটি ছেলে সন্তান রয়েছে।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মেঘনা ব্রিজের ঢালে মর্নিং সান হোটেল সংলগ্ন মহাসড়কে চট্টগ্রামগামী (ঢাকা মেট্রো ব -১২-১৯১০) সোনার বাংলা ট্রাভেলের বাস, একইদিকে অভিমুখী (ঢাকা মেট্রো ল- ৫৬-২৮১২) মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলের চালক মোহাম্মদ ফয়সাল হোসেন ও আরোহী মোহাম্মদ ইয়াসিন আরাফাত আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরোহী ইয়াসিনের মৃত্যু হয়।

ভবেরচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক ফয়সাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।