১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১০:৫৪
মুন্সিগঞ্জে মজুদ করে রাখা ৯০০ বোতল গ্যাস সিলিন্ডার উদ্ধার করলো সেনাবাহিনী
খবরটি শেয়ার করুন:
21

মুন্সিগঞ্জ, ৫ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় আইন লঙ্ঘন করে দোকানের পেছনে গোপনে মজুদ করে রাখা ৯০০ বোতল এলপিজি গ্যাস উদ্ধার করেছে সেনাবাহিনী। পরে ওই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুর ১টার দিকে উপজেলার তেউটিয়া ইউনিয়নের ঘোড়দৌড় বাজারে আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-ইমরান। এর আগে সকালে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর ১৯ বীর মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্প, পুলিশ ও প্রশাসনের সদস্যরা।

দণ্ডপ্রাপ্ত মেসার্স শেখ এন্টারপ্রাইজের মালিক রুহুল আমিন দিপু ওই এলাকার জব্বার শেখের পুত্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আইন অনুযায়ী একজন দোকানি সর্বোচ্চ ৫০০ কেজি বা ৪০ বোতল এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখতে পারবেন। কিন্তু ওই ব্যবসায়ী ১০ হাজার ৮০০ কেজি অর্থাৎ ৯০০ বোতল সিলিন্ডার তার দোকানের পেছনে মানুষের বসবাসস্থল লোকালয়ের মধ্যে নিয়ে টিনের বেড়া দিয়ে কৌশলে মজুদ করে রাখেন। সেখানে কোন ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা বা নিরাপত্তা ব্যবস্থা ছিলো না। তার চেয়েও ভয়ংকর ব্যাপার হচ্ছে যেখানে এগুলো মজুদ করে রাখা ছিলো তার পাশে একটি ওয়েল্ডিং এর দোকান ছিলো। কোনভাবে যদি দুর্ঘটনা ঘটতো তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো।

তিনি আরও জানান, ভোক্তা অধিকার আইনে আদালত পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে ওই ব্যবসায়ীকে। এছাড়া উদ্ধারকৃত ৯০০ বোতল গ্যসভর্তি সিলিন্ডারের মধ্য থেকে ৪০টি তার কাছে রেখে বাকিগুলো কোম্পানির কাছে ফিরিয়ে দিতে নির্দেশ দেয়া হয়েছে।