২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ১:১৪
মুন্সিগঞ্জে ভোর রাতে গ্রিল কেটে অস্ত্রের মুখে স্বর্ণালংকার লুট!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ের উত্তর মেদিনীমন্ডল গ্রামে একটি বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ওই বাড়ির বাসিন্দাদের অভিযোগ, ভোর রাতে অস্ত্রের মুখে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে একতলা বাড়িটিতে গেলে দেখা যায়, বাড়ির একটি কক্ষের গ্রিল কাটা ও আলমারির জামাকাপড় এলোমেলো।

এসময় গৃহকর্তা মো. আসাদুজ্জামান রনি অভিযোগ করে জানান, ভোর রাতে খালি গায়ে ও হাফ প্যান্ট পরিহিত অবস্থায় মুখোশ পরে বাড়িতে প্রবেশ করে ৪-৫ জন দুবৃত্ত। এসময় তারা দেশীয় অস্ত্র রামদা ও ছেনদা তাক করে ঘরের নারীসহ সকলকে জিম্মি করে ঘরে থাকা সাত ভরি স্বর্ণালঙ্কার, একটি মোবাইল ফোন, ৬৫ হাজার টাকা এবং ব্যাংকের দুটি ডেবিট কার্ড লুট করে নিয়ে যায়।

এদিকে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীনগর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের অন্য কর্মকর্তারা।

এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘গ্রিল কেটে চোর হয়ে প্রবেশ করে, আর লুটপাট করে ডাকাত হয়ে বের হয়। লুট করে ফেলে যাওয়া একটি মোবাইল রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

error: দুঃখিত!