১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:৩০
মুন্সিগঞ্জে ভোররাতে পাঠাগারে অাগুন, সাংস্কৃতিক কর্মীদের নিন্দা
খবরটি শেয়ার করুন:

সদর উপজেলার হাতিমারায় এ অঞ্চলের সবচেয়ে উদীয়মান সংগঠনটির কার্যালয় পুরিয়ে দেয়া হয়েছে।

শেখ অামান উল্লাহ অামান স্মৃতি সংসদ নামের সংগঠনটির কার্যালয় রবিবার ভোর রাতে কোন মহল ইচ্ছাকৃত পুরিয়ে দিয়েছে বলে ধারনা করা হচ্ছে। বর্তমানে সেখানে পোরা অাসবাবপত্র পড়ে অাছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান রিপন ‘অামার বিক্রমপুর’ কে জানিয়েছেন, সংগঠনটি বিভিন্ন সাংস্কৃতিক কাজ পরিচালনা করতো, এছাড়াও স্থানীয় রাজনৈতিকরা পাঠাগারটিকে বিশেষভাবে পছন্দ করতেন।’

তিনি অারও বলেন, ‘স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী কোন চক্র এই কাজ ঘটিয়ে থাকতে পারে’

অাগুনে পুরে নষ্ট হয়ে গেছে ভেতরে থাকা সেলাই মেশিন, কম্পিউটার ও অমূল্য সম্পদ। এছাড়া নষ্ট হয়ে গেছে গুরুত্বপূর্ণ নথিও।

এদিকে এ ঘটনায় তাৎক্ষনিক নিন্দা জানিয়েছেন জেলার সাংস্কৃতিক নেতারা।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির বলেছেন, ‘সংস্কৃতিকে যারা সমাজের অভিশাপ মনে করে তারাই এধরনের ঘৃণ্য কাজ ঘটিয়েছে’

error: দুঃখিত!