২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | ভোর ৫:১০
মুন্সিগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৫ নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সদর উপজেলা প্রশাসন ও সদর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর যৌথ আয়োজনে জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে এ সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান আনিছউজ্জামান আনিছ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহাম্মেদ, সিনিয়র কনসালটেন্ট (সার্জারী) গোলাম মহিউদ্দিন, আরএমও মো. শাখাওয়াত হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দা ইয়াসমিন সুলতানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবু বকর জামান প্রমুখ।

মহড়ায় ‘মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ এর প্রশিক্ষক দল অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে জেনারেল হাসপাতালের নার্সিং ইন্সটিউশনের শিক্ষার্থীরা অংশ নেন।

error: দুঃখিত!