মুন্সিগঞ্জ, ৩০ আগস্ট, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাঁও বাজারের বিসমিল্লাহ মার্কেটের সেবা আই কেয়ার এন্ড প্যাথলজী সেন্টারে অভিযান চালিয়ে দুই ভূয়া ডাক্তারকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিনা আক্তার।
এসময় ওই প্রতিষ্ঠান হতে ভূয়া দুই ডাক্তারকে আটক করা হয় এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ওই প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, ওই প্যাথলজীর মালিক শতদল মন্ডল সীমান্ত দীর্ঘদিন যাবত এ অবৈধ প্রতিষ্ঠান খুলে ব্যাবসা করে আসছে। বনে গেছে কোটিপতি।
ভুয়া আলট্রা ও ইসিজি রিপোর্ট তৈরী, সকল প্রকার রক্ত, পায়খানা, প্রসাব রিপোর্ট কোন টেকনিসশিয়ান বা প্যাথলজিষ্ট ছাড়াই তৈরী করা এবং বিভিন্ন ডাক্তারের সিল তৈরী করে তা রিপোর্ট প্যাডে ব্যাবহার করে রুগীকে ধরিয়ে দিতো ওই প্রতিষ্ঠান।
কমিশন পাওয়ার জন্য কতিপয় ডাক্তররা তা ঠিক বলে চালিয়ে নিতো।
অভিযান চলাকালে ভুয়া একজন আলট্রার ও একজন প্যাথলজিষ্ট পরিচয়দানকারী দুজনকে হাতে নাতে আটক করা হয়।
এসময় প্রতিষ্ঠান মালিক সীমান্ত টের পেয়ে পালিয়ে যায়। তাকে মোবাইল ফোনেও পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিনা আক্তার বলেন, সেবা আই কেয়ারকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে।