১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৩:০৮
মুন্সিগঞ্জে ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই
খবরটি শেয়ার করুন:

ডিবি পুলিশের পরিচয়ে এক ব্যাংক কর্মকর্তার কাছ থেকে অর্ধলক্ষ টাকা ও মোবাইল সেট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল নিবাসী, অগ্রণী ব্যাংক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রিন্সিপাল অফিসার মুজিবুর রহমান মঙ্গলবার রাতে এ ছিনতাইয়ের শিকার হন। কোরবানির উদ্দেশ্যে তিনি ব্যাংক থেকে এ টাকা উঠিয়েছিলেন।

এ ব্যাপারে কেরানীগঞ্জ থানায় তিনি অভিযোগ করেছেন।

মুজিবুর রহমান জানান, ব্যাংক থেকে বেরিয়ে প্রতিদিনের মতো তিনি তাঁতিবাজার থেকে বাড়ির উদ্দেশে গাংচিল পরিবহনের বাসে ওঠেন। বাসটি কেরানীগঞ্জ এলাকায় এলে একটি প্রাইভেট কার ডিবি পুলিশের পরিচয় দিয়ে আসামি আছে বলে থামায়। তিনি বাসের পেছনের সিটে বসা ছিলেন। পাঁচজন লোক ডিবি পরিচয় দিয়ে তাকে স্বর্ণ চোরাকারবারি বলে চার্জ করে। তাদের আইডেনটিটি কার্ড দেখতে চাইলে জোর করে তারা বাস থেকে নামিয়ে চোখ বেঁধে বাসটিকে চলে যেতে বলে। পরে তাকে প্রাইভেট কারে ওঠায় এবং বলে, আপনাকে কেন প্রায়ই তাঁতিবাজার এলাকায় দেখা যায়। এক পর্যায়ে ব্যাগে থাকা ৫০ হাজার টাকা, অ্যানড্রয়েড মোবাইল সেট ও পকেটে থাকা এক হাজার টাকা নিয়ে তেঘরিয়া রাস্তার মোড়ে নামিয়ে দেয়।

পরে তিনি কেরানীগঞ্জ থানায় এ ব্যাপারে অভিযোগ করেন।

error: দুঃখিত!