২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:২৮
মুন্সিগঞ্জে বিয়ের দুই মাসের মাথায় পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সুরাইয়া আফরিন বৈশাখী (১৮) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন।

নিহত বৈশাখী ঢাকায় কর্মরত পুলিশ সদস্য আবুল কালামের স্ত্রী ও মালখানগর গ্রামের হুমায়ূন কবীর মামুনের বাড়ির ভাড়াটিয়া। ২ মাস আগে তার বিয়ে হয়।

আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ভাড়া বাসায় ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। সে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

তবে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, গত ৩ বছর ধরে বৈশাখীর মাঝে মাঝে মানসিক সমস্যা হয়।

তার মা মীরা বেগম জানান, মানসিক সমস্যার জন্য তারা কখনো ডাক্তারের কাছে যাননি। আজ অনেকক্ষণ দরজা বন্ধ থাকায় দরজা ভেঙ্গে দেখেন মেয়ে আত্মহত্যা করেছে। দুপুরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে পুলিশ হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসে।

সুরাইয়া আফরিন বৈশাখীর স্বামী আবুল কালাম জানান, তিনি ২ দিন আগে ছুটি নিয়ে বৈশাখীদের বাড়ি এসেছেন। তাদের বিয়ে হয়েছে ২ মাস। কবে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নিবে সে আলোচনা করেছেন শ্বশুর শাশুরির সাথে। আজ সকালে বৈশাখীকে নিয়ে ঘুরতেও বেরিয়েছিলেন। বেলা ১১ টার দিকে বৈশাখীকে বাড়িতে রেখে তিনি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা করেন। মাওয়াঘাট যাওয়ার আগেই ফোন আসলে তিনি ফেরৎ আসেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের প্রস্তুতি চলছে। তবে মেয়ের বাবা-মা লাশ নিয়ে যেতে চান। তারা দুজন লিখিত দিলে আমরা বিবেচনা করব।

error: দুঃখিত!