সদর প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ সদর উপজেলার অাধারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সূরুজ মিয়া।
ঐ ওয়ার্ডে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন জমা দেয়নি। এতে করে বেসরকারিভাবে তিনি অাধারা ইউনিয়নের সদস্য (মেম্বার) নির্বাচিত হন।
এ ব্যপারে দেয়া প্রতিক্রিয়ায় সূরুজ মিয়া ‘অামার বিক্রমপুর’ কে বলেছেন, ‘জনগণের ভালোবাসায় অামি মুগ্ধ। তারা অালোচনা করে অামাকে প্রার্থী বানিয়েছে। এখন তাদের সেবায় অামার বাকি জীবন বিসর্জন দিতে চাই।’