মুন্সিগঞ্জ, ১৫ সেপ্টেম্বর, ২০১৯, বিশেষ প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বাসচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজুল ইসলাম (৭৫) বালুয়াকান্দি গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান বলেন, বালুয়াকান্দিতে ঢাকাগামী মতলব এক্সপ্রেস নামের একটি বাস তাজুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ বাসটি আটক করেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে কবির জানান।