মুন্সিগঞ্জে বাসা থেকে বের হয়ে ৯ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী
মুন্সিগঞ্জ, ২৩ অক্টোবর ২০২৪, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ শহরে বাসা থেকে বের হয়ে ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন মো. শরিফ (৩৪) নামের এক ফল ব্যবসায়ী। নিখোঁজ মো. শরিফ মুন্সিগঞ্জ শহরের মালপাড়া এলাকার ভাড়াটিয়া ও বরিশালের বানারিপাড়া উপজেলার ইলুহার এলাকার বাসিন্দা। তিনি ৩ সন্তানের জনক। মুন্সিগঞ্জ শহরের আশপাশের এলাকায় তিনি ফল বিক্রি করতেন। ওই ব্যবসায়ীর স্ত্রী জাকিয়া আক্তার জানান, গত ১৪ অক্টোবর সকালে ঢাকায় পণ্য আনার কথা বলে বাসা থেকে বের হয়ে যান ওই ব্যবসায়ী। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করলেও তার হদিস মেলেনি। কেউ ওই ব্যক্তিকে দেখে থাকলে এই নাম্বারে যোগাযোগের অনুরোধ...
8
মুন্সিগঞ্জ, ২৩ অক্টোবর ২০২৪, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরে বাসা থেকে বের হয়ে ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন মো. শরিফ (৩৪) নামের এক ফল ব্যবসায়ী।
নিখোঁজ মো. শরিফ মুন্সিগঞ্জ শহরের মালপাড়া এলাকার ভাড়াটিয়া ও বরিশালের বানারিপাড়া উপজেলার ইলুহার এলাকার বাসিন্দা। তিনি ৩ সন্তানের জনক। মুন্সিগঞ্জ শহরের আশপাশের এলাকায় তিনি ফল বিক্রি করতেন।
ওই ব্যবসায়ীর স্ত্রী জাকিয়া আক্তার জানান, গত ১৪ অক্টোবর সকালে ঢাকায় পণ্য আনার কথা বলে বাসা থেকে বের হয়ে যান ওই ব্যবসায়ী। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করলেও তার হদিস মেলেনি।
কেউ ওই ব্যক্তিকে দেখে থাকলে এই নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে- ০১৯৫৫২২৪১৯১।


