মুন্সিগঞ্জ, ২২ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের সলিমাবাদ এলাকায় ইছামতী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তোলার দায়ে ড্রেজার সিন্ডিকেটের এক সদস্যকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ড্রেজার জব্দ করা হয়।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু অবৈধ বালু উত্তোলনকারী সিন্ডিকেট সদস্য ডানু মন্ডলকে (৪৫) হাতেনাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন। পরে ওই ব্যক্তি অর্থ পরিশোধ না করায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
তিনি বলেন, ‘আটকের পর সাজাপ্রাপ্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনে জড়িত আছেন বলে স্বীকারোক্তি দেন এবং তার সাথে আরও ৩ ব্যক্তি জড়িত আছেন বলে জানান।’
অভিযানে ড্রেজারের সাথে সংযোগকারী পাইপসমূহ অপসারণ ও বিনষ্ট করা হয় এবং ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় সংরক্ষণ করতে বলা হয় বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।