১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৩:০৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বাসা থেকে বের হয়ে নিখোঁজ অটোরিকশা চালক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মিরকাদিমে উত্তর কালিন্দীপাড়া এলাকায় অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন মো. সবুজ নামের এক ব্যক্তি। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের স্ত্রী আনোয়ারা বেগম বেবী।

ডায়েরি সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি সবুজ। বিভিন্ন জায়গায় খোঁজ করা হলেও তার হদিস পাওয়া যায়নি।

নিখোঁজ সবুজ মুন্সিগঞ্জ পৌরসভার চর কিশোরগঞ্জ এলাকার আক্তার হোসেনের পুত্র। বাসা থেকে বের হওয়ার সময় তিনি লাল-কালো শার্ট পরিহিত ছিলেন।

কেউ নিখোঁজ ব্যক্তিটিকে দেখে থাকলে এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে- ০১৯২৪৯৫৬৬৮৯.

error: দুঃখিত!