১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:৪০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বাল্কহেডের ধাক্কায় পানিতে ডুবে প্রাণ গেছে যুবকের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় ইছামতি শাখা নদীতে ভোর রাতে বাল্কহেডের ধাক্কায় পানিতে পরে প্রাণ গেছে মো. ইমরান (৩২) নামে এক যুবকের।

আজ সোমবার ভোররাতে মাছ ধরার সময় বাল্কহেডের ধাক্কায় নদীতে পরে নিখোঁজ হন ওই ব্যক্তি। পরে স্থানীয়রা খোঁজাখুজি করে দুপুর ২ টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাফিজ শেখ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মৃত ইমরান দুই সন্তানের জনক ও তার স্ত্রী ৮ মাসের সন্তানসম্ভবা। তিনি স্থানীয় বেদেপল্লীর ফারজন মিয়ার পুত্র।

ইনচার্জ মো. নাফিজ শেখ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

error: দুঃখিত!