মুন্সিগঞ্জ, ২৩ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের পশ্চিম মুক্তারপুরে আইডিয়াল টেক্সটাইল মিলস্ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিঠুন পাল (২৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আশাবউদ্দিন (৩০) নামের আরেক শ্রমিক আহত হন। এর আগে চলতি বছরের ৯ জুন প্রতিষ্ঠানটির জেনারেটর অপারেটর আমজাদ হোসেন (৬৪) মারা যান।
নিহত মিঠুন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা ও ওই এলাকার ভাড়াটিয়া। আহত অপর শ্রমিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল দশটার দিকে ফ্যাক্টরির ভিতরে বিদ্যুৎ বিভাগের সামনে লাইন সংস্কার কাজের সময় ওই শ্রমিক বিদ্যুতায়িত হন। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান আরেক শ্রমিক জাহাঙ্গীর মিয়া। সেখানে দায়িত্বরত চিকিৎসক মিঠুনকে মৃত ঘোষণা করেন। এর আগে মারা যাওয়া আমজাদ হোসেনেরও মৃত্যু হয় একই জায়গায়। সেসময় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু হিসেবেই ধরা হয়।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। বিদ্যুতায়িত হওয়ায় তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
এ বিষয়ে আইডিয়াল টেক্সটাইল মিলস্ কতৃপক্ষের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হননি। পরে সরেজমিন তাদের ফ্যাক্টরিতে গেলেও কর্মকর্তা পর্যায়ের কেউই গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেননি।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহত শ্রমিকের আত্মীয়-স্বজনকে খবর দেয়া হয়েছে। পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।