৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৭:১২
মুন্সিগঞ্জে বাক প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা’র অভিযোগ প্রবাসী যুবকের বিরুদ্ধে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক বাকপ্রতিবন্ধী নারী কে (২২) ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

রোববার দুপুরে ওই বাক প্রতিবন্ধীর মা বাদী হয়ে সিরাজদিখান থানায় এ অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরণের খিলগাঁও গ্রামের নুরু শেখের ছেলে ওমান প্রবাসী রুবেল শেখ (২৫) গতকাল রোববার সকাল ১০টায় পাশের বাড়ির বাক প্রতীবন্ধীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় কেউ একজন টের পেলে ধর্ষক পালিয়ে যায়। পরে এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায়।

সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

error: দুঃখিত!