মুন্সিগঞ্জ, ৪ জুন ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ফকির লালন শাহের ২৪৯ তম আবির্ভাব বার্ষিকী উদযাপন উপলক্ষে লালন বিশ্বসংঘের আয়োজনে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও হাইকমিশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় বাউলদের অংশগ্রহণে তিনদিনব্যাপী বাংলাদেশ- ভারত বাউলসংগীত উৎসবের শেষদিনে গান পরিবেশন করেছে দুই বন্ধুপ্রতীম দেশের বাউল শিল্পীরা।
গতকাল শনিবার মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা গ্রামে এমজে হলিডে রিসোর্টে এই উৎসবে কয়েক শতাধিক লালনভক্ত অংশ নেন।
৩ দিনব্যাপী এই উৎসবে গান পরিবেশন করেন- বাংলাদেশ ও ভারতের প্রধান বাউল শিল্পী সুনীল কর্মকার, শফি মণ্ডল, টুনটুন ফকির, রেখা সুফিয়ানা (বাংলাদেশ) ফকির আমানত খান, রিনা দাস বাউল ও পারুল বালা সরকার (ভারত) সহ অর্ধশত বাউল শিল্পী। শনিবার রাত থেকে ভোর পর্যন্ত দুই বাংলার বাউলদের কণ্ঠে ফকির লালন শাহের গোষ্ঠলীলা, কৃষ্ণলীলা, নিমাইলীলা, গৌরলীলা ও নিতাইলীলা পরিবেশিত হয়।
এর আগে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বৃহস্পতিবার (১জুন) বিকালে তিনদিনব্যাপী বাংলাদেশ ও ভারতের যৌথ বাউলসঙ্গীত উৎসবের উদ্বোধন হয়।