মুন্সিগঞ্জ, ৩০ জুলাই, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের ভাগ্যকূল পয়েন্টে আজ বৃহস্পতিবার পদ্মা নদীর পানি বিপদসীমার ৬৭সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে।
বন্যার পানিতে এপর্যন্ত জেলার ৩৮টি ইউনিয়নে ২৬১টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। সরকারি হিসাবে পানি বন্দি হয়ে পরেছে এসব এলাকার পরেছে ৩৭হাজার ৯৪২টি পরিবার।
এদের মধ্যে ৬১৭টি পরিবার আশ্রয়ন কেন্দ্রে অবস্থান করছে। ভেসে গেছে জেলার ১৭শ ২টি পুকুরের মাছ। এতে মাছচাষীদের ক্ষয়ক্ষতির পরিমান ৯ কোটি টাকা। এদিকে বন্যা অনেক এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে।
জেলা ত্রাণ ও পুর্নবাসন অফিস জানিয়েছে, জেলায় বন্যা কবলিতদের জন্য এপর্যন্ত সরকারি বরাদ্দের ২২৭ মেট্রিকটন চাল ও ৫হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও জিআর ক্যাশ হিসাবে ৩লক্ষ, গো খাদ্যের জন্য ৫লক্ষ ও শিশু খাদ্যের জন্য ২লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
মুন্সিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজান থেকে নেমে আসা পানির ঢলে আগামী কয়েকদিন পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকবে ।