২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:২৬
মুন্সিগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ১৯ সেপ্টেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ড কাপ অনুর্ধ ১৭ বালক-বালিকা টুর্নামেন্টের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার মাঠে উদ্বোধনী দিনে বালিকা গ্রুপে গজারিয়া উপজেলা দল ১-০ গোলে পরাজিত করে সদর উপজেলা দলকে।

৪০ মিনিটের এই খেলায় তিন মিনিটের মাথায় গজারিয়ার ইতির দেয়া এক মাত্র গোলে জয় পায় দলটি। এরপর বালক গ্রুপে টংগিবাড়ী উপজেলার হাছানের করা একমাত্র গোলে হেরে যায় শ্রীনগর উপজেলা। দুটি গ্রুপে ছয়টি উপজেলা ও মুন্সিগঞ্জ সদর পৌরসভাকে নিয়ে মোট সাতটি করে দল নক আটক পদ্ধতির এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করবেন।

জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা দুটি ২৪ সেপ্টেম্বর বিকালে হওয়ার কথা রয়েছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) প্রমূখ।

error: দুঃখিত!