মুন্সিগঞ্জ, ১৯ এপ্রিল, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
পরবর্তী প্রজন্মের নিকট স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা এবং বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা সংরক্ষণের উদ্দেশে নির্মিত অনির্বাণ নামের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
এ সময় তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে এ ধরণের উদ্যোগ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধার নিদর্শন। ইউনিয়ন পরিষদে প্রতিদিন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সেবা গ্রহণের জন্য আসেন এবং এই গ্যালারির মাধ্যমে তারা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারবেন।
জানা গেছে, মুন্সিগঞ্জ জেলায় ইউনিয়ন পর্যায়ে এ ধরণের উদ্যোগ এই প্রথম। এখানে ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের নাম ও পরিচয় পাথরে খোদাই করে প্রদর্শন করা হয়েছে। এছাড়াও গ্যালারিতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ও বিভিন্ন গ্রন্থ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি ‘অনির্বাণ’ উদ্বোধনের পর দোয়া অনুষ্ঠিত হয়।