মুন্সিগঞ্জ, ৪ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে গত ৩১ জানুয়ারি অজ্ঞাত ফোন পেয়ে বাসা থেকে রেরিয়ে নিখোঁজ রয়েছেন সামসুল হাওলাদার (৪০) নামের এক কৃষক। এ ঘটনায় সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার।
ডায়েরি সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর রাত ৯ টার দিকে সামসুল হাওলাদারের ফোনে অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসে। পরে তিনি বাসা থেকে বেরিয়ে যান। আজ ৪ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি।
নিখোঁজ সামসুল হাওলাদার উপজেলার বাসাইল ইউনিয়নের মৃত মনু হাওলাদারের বড় ছেলে।
বাসা থেকে বের হওয়ার সময় নিখোঁজ ব্যক্তি লাল গেঞ্জি, জিন্স, প্যান্ট ও কোর্ট পরিহিত ছিলেন। তার উচ্চতা ৫ ফুট।
কেউ তাকে দেখে থাকলে এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে- ০১৭৫৮৯৮২৪০৮ (কহিনূর বেগম)