১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১০:৫৩
মুন্সিগঞ্জে ফেসবুকে মন্তব্যের জেরে হি.ন্দু যু.বক গ্রে.প্তা.র
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননাকর মন্তব্যের জেরে হিন্দু ধর্মাবলম্বী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার তার বিরুদ্ধে ধর্ম অবমাননা আইনের ৩টি ধারায় মামলা দায়ের শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকালে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

গ্রেপ্তারকৃত বিশ্বজিৎ সরকার (২০) উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই এলাকার গৌতম সরকারের পুত্র।

মামলার বাদী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘গেল ৩০ জুন রাত দেড়টার দিকে বিশ্বজিৎ সরকার তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোবহান শেখ নামের এক ব্যক্তির কমেন্টসে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননাকর মন্তব্য করেন। এ ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন ক্ষোভে ফুসে উঠেন। তারা ওই হিন্দু যুবকের বিচারের দাবিতে বিক্ষোভ-আন্দোলন ও মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেন। পরবর্তীতে মঙ্গলবার (২ জুলাই) এ ঘটনায় টংগিবাড়ী থানায় আমরা অভিযোগ দায়ের করি।’

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা শোয়েব আলী মামলা ও গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননা আইনের ২৯৫, ২৯৫ (ক) এবং ১৫৩ ধারায় মামলা দায়ের হয়েছে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ওই যুবক কোন স্বীকারোক্তি দিয়েছে কি না এমনটা জানতে চাইলে ওসি বলেন, ‘তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাবে না।’

তিনি বলেন, ‘হিন্দু ওই যুবককে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’

error: দুঃখিত!