মুন্সিগঞ্জ, ৫ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
প্রথম আলো শুধু ছাপা একটি কাগজ নয়। তারা সামাজিক দায়বদ্ধতা থেকে এসিড সন্ত্রাস,বাল্য বিয়ে, জঙ্গিবাদ, মাদকবিরোধী সচেতনতা,শিক্ষা ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুরুণদের মধ্যে তুলে ধরেছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি দূর করতে কাজ করছে। পাশাপাশি মানুষকে উৎসাহিত করতে সামাজিক ভালো কাজগুলোকে তারা তুলে ধরছে। বাংলাদেশ যতদিন আছে প্রথম আলো এভাবে সত্য তথ্যের মধ্য দিয়ে পাঠকের মনে বেঁচে থাকুক। দেশের জন্য কাজ করুক।
শনিবার বেলা ১২ টার দিকে মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব একথা বলেন মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব।
মুন্সিগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা নুরুন্নবী মুন্নার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদ-ই হাসান তুহিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দার জনি, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মো. লাবলু মোল্লা, মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আয়নাল হক স্বপন, নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর ঢালী, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, মুন্সিগঞ্জ বন্ধুসভার সভাপতি বিকাশ কুমার রয়, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাংস্কৃতিক কর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সোয়া ১০ টার দিকে বিভিন্ন সরকারি-বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কণ প্রতিযোগীতা হয়।
প্রতিযোগীতায় প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক বিপর্যয় নিয়ে ছবি আঁকেন তারা। প্রতিযোগীতায় বিজয়ী ৬ জন শিক্ষার্থীকে উপহার হিসেবে বই প্রদান করা হয়।
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন বলেন, প্রথম আলো দাপটের সঙ্গে সত্য তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করে যাচ্ছে। মানুষের দুর্ভোগের কথা তুলে ধরছে। অনুসন্ধানের মাধ্যমে সমাজের নেতিবাচক-ইতিবাচক ঘটনা তুলে আনছে। এ জন্য তারা পাঠকের ভালোবাসায় শুরু থেকেই প্রথম অবস্থানে রয়েছে। প্রথম আলোর পরে অনেক প্রিন্ট মিডিয়া এসেছে। তারা প্রথম আলোকে অনুকরণ করছে।