১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৪৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে পুলিশ পোচানোর মামলায় আসামীদের ৩ দিনের রিমান্ড
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আদালতের এজলাস কক্ষের ভেতর কোর্ট পুলিশের কনস্টেবল মোহাম্মদ আলীকে ব্লেড দিয়ে পোচানোর ঘটনায় আটক স্বামী ও স্ত্রী’র বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এ ঘটনায় আটক দুইজনকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হলে পুলিশের ৭দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল সোমবার রাতে এ ঘটনায় আহত পুলিশ সদস্য মোহাম্মদ আলী বাদী হয়ে অভিযুক্ত জালাল হোসেন (৫০) ও তার সাথে থাকা স্ত্রী রীনা বেগমকে (৪৫) আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আনছার উদ্দিন বলেন, কেন কি কারণে অভিযুক্তরা আদালতের এজলাস কক্ষের ভেতর পুলিশের উপর হামলা করলো বিস্তারিত জানতে পুলিশ ৭দিনের রিমান্ড আবেদন করে। আদালত আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল হোসেন জানান, সোমবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের তৃতীয় তলায় আদালতের ৩০১নং কক্ষের এজলাসের দরজার বাইরে কোর্ট পুলিশের দায়িত্বরত কনস্টেবল মোহাম্মদ আলীর সাথে তর্কে জড়িয়ে পড়ে জালাল ও তার স্ত্রী রিনা। একপর্যায়ে কনস্টেবলকে টেনেহিঁচড়ে আদালতের এজলাস কক্ষের ভেতরে নিয়ে হাতে থাকা ধারালো ব্লেড দ্বারা এলোপাতাড়ি পোঁচায় জালাল। এসময় তার পিঠ ও কনুইতে জখম হয়। তাৎক্ষণিক জালাল দৌড়ে পালাতে গেলে আদালতে থাকা বিচার প্রার্থী ও পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে। ঘটনার পর পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলেও ধৃত জালাল এ বিষয়ে এখনো মুখ খোলেনি।

error: দুঃখিত!