মুন্সিগঞ্জ ২২ ডিসেম্বর, ২০১৯, মিরকাদিম প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মিরকাদিমে মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের তিন এএসআই আহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় ৯৯৯ হতে কল পেয়ে মিরকাদিম বাজারে নৈ দিঘিরপাথর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী দিল রাজকে এস আই কাজী সালেহের নেতৃত্বে গ্রেফতারের অভিযান চালানো হলে দিলরাজের লোকজন পুলিশের উপর অতর্কিত হামলা চালায়।
এতে পুলিশের ৩ জন এ এস আই আহত হয়েছে। আহতরা হলেন এ এস আই আমির, এ এস আই শামীম ও এ এস আই হেমায়েত হোসেন।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পরে পুলিশের টিম খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে দিলরাজ, বিরাট ও রমজানসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে।
হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: রাজিব খান বলেন, ‘৯৯৯ এ কল পেয়ে মিরকাদিমের শীর্ষ মাদক ব্যবসায়ী দিলরাজকে গ্রেফতারের অভিযান চালানো হলে তারা পুলিশের উপর হামলা করে। এতে পুলিশের তিন এ এস আই আহত হয়। পরে আটককৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারী কাজে বাঁধা ও পুলিশের উপর হামলার অপরাধে সদর থানায় নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়।