২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৫:১২
মুন্সিগঞ্জে পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার মুক্তারপুরে গোসাইবাগ এলাকা থেকে ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি সহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে ব্যবসায়ীর মো: বিল্লাল শেখ(৩০) নিজ বাড়ি থেকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার এ সব তথ্য দেন। এ সময় তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় অভিযান চালিয়ে রিয়াজুল শেখের ছেলে মাদক ও অস্ত্র ব্যবসায়ী মো: বিল্লাল শেখকে গ্রেফতার করা হয়। এবং তার বিরুদ্ধে অস্ত্র আইণে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান, অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মঙ্গলবার (১ ডিসেম্বর) অস্ত্র উদ্ধার অভিযানে ১টি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি সহ মেহেদী হাসান অংকন ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

error: দুঃখিত!