মুন্সিগঞ্জে পিকনিকে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাংবাদিক আনোয়ার হোসেন আনু। তিনি দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি ছিলেন।
তিনি মুন্সিগঞ্জ প্রেসক্লাব হতে কক্সবাজার ভ্রমনে গিয়েছিলেন।
তার সাথে থাকা অন্য সাংবাদিকরা জানান, রবিবার সকালে তার হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে কক্সবাজার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিবার কক্সবাজার জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে তার মরদেহ মুন্সিগঞ্জে আনা হচ্ছে।
আনুর পরিবার জানিয়েছে আগামীকাল সকাল ৮টা নাগাদ নয়াগাঁও ঈদগা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে জানাজা শেষে তাকে পশ্চিম নয়াগাঁও সামাজিক কবরস্থানে দাফন করা হবে।
পিকনিকে যেয়ে আনোয়ার হোসেন আনুর মৃত্যুর সংবাদ পাওয়ার পর তার পরিবারে বইছে শোকের ছায়া। তিনি স্ত্রীসহ একপুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন।
তিনি একাধারে সাংবাদিক কবি ও সংগঠক ছিলেন। আনমনা আনোয়ার আনু থিয়েটার সার্কেলের সভাপতি ও কালের ছবির প্রতিষ্ঠাতাকালীন সভাপতি।