২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৯:৩৫
মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎয়ের খুটি ঠিক করতে গিয়ে ২ শ্রমিক দগ্ধ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ নভেম্বর, ২০২২, শহর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকায় বৈদ্যুতিক খুটি ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের ২ শ্রমিক দগ্ধ হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন, নীলফামারি জেলার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৫০) ও রংপুরের মৃত আব্দুল হাকিমের ছেলে মো. রাকিব হোসেন (২২)।

আজ শনিবার বেলা ১১ টা’র দিকে এই ঘটনা ঘটে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা পৌছানোর আগেই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান, দগ্ধ দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে একজনের বুকের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। অপর আহতের দুই পা দগ্ধ হয়েছে।

মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ আলী জানান, পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানের নিয়োজিত ২ শ্রমিক দগ্ধ হয়েছেন। আমাদের প্রতিষ্ঠান থেকে ঢাকায় লোক পাঠিয়ে গুরুত্বের সাথে তাদের চিকিৎসাসহ সার্বিক খোঁজখবর নেয়া হচ্ছে।

error: দুঃখিত!